গ্রন্থমেলার অষ্টাদশ দিনে ১১৬ নতুন বই

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নতুন বইয়ের খোঁজে ক্রেতারা, ছবি: সুমন শেখ, বার্তা২৪.কম

নতুন বইয়ের খোঁজে ক্রেতারা, ছবি: সুমন শেখ, বার্তা২৪.কম

অমর একুশে গ্রন্থ মেলার ১৮তম দিনে ১১৬টি নতুন বই এসেছে। এসব বই এখন থেকে প্রকাশনির নিজ নিজ স্টলগুলোতে পাওয়া যাবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একুশে বই মেলার বাংলা একাডেমি চত্বরে অবস্থিত তথ্য কেন্দ্র থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

জানা গেছে, এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মেলায় নতুন বই এসেছিলো ১৪৭টি। যা আজকের থেকে ৩১টি বেশি। এবারের গ্রন্থ মেলা শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত মোট নতুন বই এসেছে ২৭৩৮টি।

তথ্য কেন্দ্র থেকে বার্তা২৪.কমকে এক কর্মকর্তা জানান, মেলা শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই নতুন বই আসছে। মেলায় নতুন বই আসলে বাংলা একাডেমির একটা ফরম পূরণ করতে হয়। ফরম পূরণ করার মধ্য দিয়ে নতুন বইয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ ফরম পূরণ করার সুযোগ থাকে।

বিজ্ঞাপন
বাংলা একাডেমি চত্বর

নতুন বই মেলায় আনতে ফরমপূরণে কোনো অর্থের দরকার হয় না বলেও জানান তিনি। তবে অনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করতে চাইলে উক্ত বইয়ের জন্য ২০০ টাকা নেওয়া হয়।

বাংলা একাডেমি থেকে আরো জানানো হয়, অমর একুশে গ্রন্থ মেলায় স্টল পাওয়া প্রকাশনি থেকে প্রকাশিত বইসমূহ মেলায় বিক্রির অনুমতি দেওয়া হয়। অন্য কোনো প্রকাশনি থেকে প্রকাশিত বইও মেলায় বিক্রি করা যাবে। তবে সেক্ষেত্রে উক্ত বইয়ের পরিবেশক হতে হবে মেলায় স্টল পাওয়া যেকোনো প্রকাশনি।