ভাষা দিবসে বইপ্রেমীদের ভিড়ে জমজমাট গ্রন্থমেলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাতৃভাষা দিবসে জমে উঠেছে একুশে গ্রন্থমেলা, ছবি: বার্তা২৪.কম

মাতৃভাষা দিবসে জমে উঠেছে একুশে গ্রন্থমেলা, ছবি: বার্তা২৪.কম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারিতে সকাল থেকেই জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। পূর্বের দেওয়া ঘোষণা অনুযায়ী শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মেলার ফটক। এরপর সময় গড়ানোর সঙ্গে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

ভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে যারা শ্রদ্ধা নিবেদনে এসেছিলেন তাদের বেশিরভাগই বইমেলায় এসেছেন। পাশাপাশি শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ার বিকেলে মেলায় ভিড়তে থাকেন বইপ্রেমীরা।

বিজ্ঞাপন
বইমেলার প্রবেশ গেটে দর্শনার্থীদের ভিড়

ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেকেই সাদাকালো পোশাক পরে মেলায় এসেছেন। কেউ এসেছেন বাঙালির সাজে। শাড়ির সঙ্গে তাদের মাথায় বাহারি রঙের ফুল শোভা পাচ্ছে। শিশুদের হাতে ও মুখে আঁকা রয়েছে শহীদ মিনারের ছবি। অনেকের সঙ্গে আছে পরিবার। কেউ এসেছেন বন্ধু-বান্ধবের সঙ্গে, কেউবা এসেছেন প্রিয় মানুষের সঙ্গে। মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন স্টলে বাছাই করে বই কিনছেন।

এদিকে শিশু চত্বর মুখর হয়ে উঠেছে সোনামণিদের কলরবে। ছোট ছোট সোনামণিরা মেতে উঠেছে চিত্রাঙ্কনে। বড়দের এতে উৎসাহ দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

সপ্তম শ্রেণির ছাত্রী মাহাবুব উর্মি এসেছে বাবা-মায়ের সঙ্গে। স্টলে স্টলে ঘুরে পছন্দের বই কিনছে। বার্তা২৪.কম-কে এই ছোট্ট বইপ্রেমী বলে, ‘আমি মেলায় এসে অনেক খুশি। মেলায় ঘুরতে ভালো লাগছে। পছন্দের অনেক বই কিনেছি।’

বিভিন্ন স্টল ঘুরে পছন্দের বই কিনছেন পাঠকরা

বিভিন্ন স্টলে ঘুরে জানা যায়, শুক্রবার ও শনিবার মেলায় বইপ্রেমীদের উপস্থিত বেশি থাকে। আজ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস হওয়ায় মানুষের উপস্থিতি আরও বেড়েছে। তবে মানুষের উপস্থিতি বেশি হলেও বই বিক্রি কম বলে জানান তারা।