ফাহাদের ‘বজলু জানে লাশের পরিচয় ’

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বজলুই কি শেষ পর্যন্ত হয়ে উঠে নতুন রাজাকার! আর খুন করেন খানকে! মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এমনই এক প্রশ্ন রেখে শেষ হয়েছে ‘বজলু জানে লাশের পরিচয়’ গল্পটি। আর এই গল্পের নামেই হাবিবুল্লাহ ফাহাদের বই ‘বজলু জানে লাশের পরিচয়’। নামটিই চমকে দেয়ার মতো। গল্পগুলোও তাই।

বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড। অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) ১৯ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী গৌতম ঘোষ। দাম ২৫০ টাকা।

‘বজলু জানে লাশের পরিচয়’ লেখকের তৃতীয় গল্পগ্রন্থ। বইটিতে রয়েছে ১২টি গল্প। প্রতিটি গল্পের বিষয়ে বৈচিত্র্য রয়েছে। গল্পের শরীরে উঠে এসেছে সমকালীন প্রেক্ষাপট, সমাজ, বাস্তবতা আর জীবনের অলৌকিক সব টানাপড়েন।

বইটিতে গল্পগুলো হচ্ছে- কৃষ্ণপক্ষে যাত্রা, বজলু জানে লাশের পরিচয়, ময়েন গাছি, নিরুদ্দেশ, কাঁটা, একটি অচীন গাছের উপকথা, কবিরাও অবসরে যান, সালিশ, অপেক্ষা, ত্রপার জন্য, বল্লা চেনার উপায়, আয়না।

প্রতিটি গল্পের আলাদা বৈশিষ্ট্য পাঠককে দেবে তৃপ্তিময় পাঠের উপলব্ধি। যেখানে পাঠক খুঁজে পাবেন তার নিজের অব্যক্ত কথা, জীবনের সরল-গরল পাঠ।