কভিড-১৯ ২০২০

  • মিরিয়াম কটজিন ।। অনুবাদ: ফজল হাসান
  • |
  • Font increase
  • Font Decrease

অলঙ্করণ: কাজী যুবাইর মাহমুদ

অলঙ্করণ: কাজী যুবাইর মাহমুদ

একজন তরুণ পিতা খোলা হাত দিয়ে জানালার কাচে চাপ দেন। যদিও মাস্ক পড়ার জন্য তার মুখের অর্ধেকটা ঢেকে আছে, তারপরও বাচ্চা মেয়েটি তাকে চিনতে পারে। নতুন খেলা। মেয়েটি হাসতে হাসতে বাবার হাত স্পর্শ করার জন্য হাত বাড়ায়, কিন্তু তাদের মাঝে শীতল কাচ।
মেয়েটি উপরের দিকে হাত তুলে বলল, ‘উপরে তোলো’ সেই পুরোনো খেলা ।
বাবা খেলার নতুন নিয়ম শেখে : সে মুখ ফিরিয়ে নেয়।


মিরিয়াম কটজিন একজন মার্কিন ঔপন্যাসিক, ছোটগল্প লেখিকা এবং কবি। তিনি পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অবস্থিত ড্রেক্সেল ইউনিভার্সিটিতে ‘ক্রিয়েটিভ রাইটিং এবং লিটারেচার‘ বিভাগে অধ্যাপনা করেন।
গল্পটি ইংরেজিতে একই শিরেনামে ‘ফিফটি-ওয়ার্ডস্ স্টোরিজ’-এ ২৭ মার্চ ২০২০-এ প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন