সি আর দত্তের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

মঙ্গলবার (২৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

বিজ্ঞাপন

শোকবার্তায় অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, 'সি আর দত্তের প্রয়াণে জাতি একজন দেশ প্রেমিক ও মুক্তিযুদ্ধের একজন বীর সেনা নায়ককে হারালো। বাংলাদেশের অভ্যুদয়ে তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।’

শোক বার্তায় উপাচার্য সি আর দত্তের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ও তার আত্মার শান্তি কামনা করেন।

বিজ্ঞাপন

বীর মুক্তিযোদ্ধা সি আর দত্ত (৯৩) বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

উল্লেখ্য, সি আর দত্ত ১৯৪৭ সালে পাকিস্তান আর্মিতে অফিসার পদে যোগ দেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরে দায়িত্ব পালন করেন। ১৯৭৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদ থেকে অবসরে যান তিনি। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন।