রাবি উপাচার্যের বাসভবনে ছাত্রলীগের তালা

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাবি উপাচার্যের বাসভবনে ছাত্রলীগের তালা

রাবি উপাচার্যের বাসভবনে ছাত্রলীগের তালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য এম আব্দুস সোবহানের নিজ বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন চাকরি প্রত্যাশী সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতারা।

সোমবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাসভবনের গেটে ও ভবনের প্রধান ফটকে তালা ঝুলান তারা।

বিজ্ঞাপন

সূত্রে জানা গেছে, সোমবার অফিস চলাকালে জালাল নামের একজনকে সেকশন অফিসার পদে এডহক নিয়োগ দেয়। এরপর থেকে অন্যান্য চাকরি প্রার্থীরা সন্ধ্যার পর থেকে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হতে থাকেন। তারপর রাত সাড়ে ৯টায় তালাবদ্ধ করা হয় উপাচার্যের বাসভবন।

বর্তমানে প্রায় ৩০ জন চাকরি প্রত্যাশী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

জানতে চাইলে গোলাম কিবরিয়া বলেন, আমরা জানতে পেরেছি আজ এডহকে একজনের চাকরি হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদের কেন চাকরি হচ্ছে না, সেটি জানতে গিয়েছিলাম।

পরে এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি চিঠি দেওয়া হয়েছে একজন প্রতিবন্ধী ছেলেকে চাকরি দেওয়ার জন্য। যেহেতু নিয়োগ বন্ধ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ আছে। তাই আমি বিষয়টি সচিবকে জানিয়েছি, তিনি নিয়োগ দিতে বলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী বলেন, আমাদেরকে ২০১৭ সাল থেকে উপাচার্য আশ্বাস দিয়ে আসছে। কিন্তু চাকরি হচ্ছে না।