রংপুরে ঢাবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা রংপুরসহ দেশের ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। শুক্রবার (১ অক্টোবর) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ ( বেরোবি) মোট পাঁচটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন রংপুর বিভাগের মোট ৩১,৩০৭ জন শিক্ষার্থী।

অন্য কেন্দ্রগুলো হলো, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর সরকারী কলেজ ও কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ।

বিজ্ঞাপন

ঢাবি কর্তৃক প্রকাশিত সময়সূচি অনুযায়ী শুক্রবার (১লা অক্টোবর) ‘ক’ ইউনিট, ২ অক্টোবর ‘খ’ ইউনিট, ৯ অক্টোবর ‘চ’ ইউনিট, ২২ অক্টোবর ‘গ’ ইউনিট এবং ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের পরীক্ষা সকাল ১১.০০টা থেকে দুপুুর ১২:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজধানীতে (ঢাকা) অনুষ্ঠিত হলেও এবছর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সারাদেশে ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। রংপুর বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা গ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে বেরোবি স্থানীয়ভাবে সমন্বয় করছে।

বিজ্ঞাপন

ঢাবি কর্তৃক প্রকাশিত তথ্যানুযায়ী, এই ভর্তি পরীক্ষায় রংপুর বিভাগে মোট ৩১,৩০৭ জন শিক্ষার্থী অংশ্রহণ করবে। এর মধ্যে ‘ক’ ইউনিটে ১০,৩৪৮ জন, ‘খ’ ইউনিটে ৬,৬১১ জন, ‘চ’ ইউনিটে ১৯৬৫ জন, ‘গ’ ইউনিটে ১৩৬২ জন এবং ‘ঘ’ ইউনিটে ১১,০২১ জন পরীক্ষার্থী অংশ নেবে।