জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি আবেদন ৫ এপ্রিল শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু ৫ এপ্রিল।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের্ উপাচার্যের সভাপতিত্বে স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক আতাউর রহমান।

তিনি জানান, ভর্তি কার্যক্রমের অনলাইনে আবেদন চলতি বছরের ৫ এপ্রিল শুরু হয়ে ৮ মে পর্যন্ত করা যাবে। প্রথম মেধা তালিকায় প্রকাশের পর ভর্তি কার্যক্রম চলবে ১৭ মে থেকে ৩১ মে ২০২৩ পর্যন্ত। ১ জুন এই শিক্ষাবর্ষের ক্লাশ শুরু হবে।

বিজ্ঞাপন