মেডিকেল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এমবিবিএস ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভর্তি কমিটির সভায় পরীক্ষার তারিখের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন। ভর্তি কমিটির সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতর, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলসহ (বিএমডিসি) পরীক্ষা সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির ৯ তারিখ এমবিবিএস ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একটি প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে ভর্তি পরীক্ষার বিষয়টি এখনো অনুমোদন হয়নি, তাই নির্দিষ্ট কোনো তারিখ এখনই বলা যাচ্ছে না।

বিজ্ঞাপন

সরকারি মেডিকেল কলেজগুলোতে এ বছর এমবিবিএস কোর্সে আরও এক হাজার ৩০টি আসন বৃদ্ধি করেছে সরকার। সবমিলিয়ে এবার মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৮০টিতে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি মেডিকেল কলেজে ২০ থেকে ৬০টি পর্যন্ত আসন বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আসন বেড়েছে (৬০টি) শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে।

দেশের সরকারি ৩৭টি সরকারি মেডিকেল কলেজে বছরে ৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়ে আসছেন। আসন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে এ সংখ্যা চলতি বছর ৫ হাজার ৩৮০ জনে দাঁড়াল।