কুবিতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন

  • কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টায় র‍্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

র‍্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে প্রকৌশল অনুষদ হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে যায়। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে এসে র‍্যালিটি শেষ হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদসহ অন্যান্য সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ ই মার্চে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। যে ভাষণের মাধ্যমে বাঙালির স্বাধীনতার বীজ রোপিত হয়।