ঢাবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, শাস্তির দাবি গণতান্ত্রিক ছাত্র জোটের

  • ঢাবি করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট।

বৃহস্পতিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এ নিন্দা জ্ঞাপন ও শাস্তির দাবি জানায় তারা।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, গতকাল রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভিন্ন বর্ষের কিছু শিক্ষার্থী বঙ্গবন্ধু টাওয়ারের মসজিদে 'প্রোডাক্টিভ রামাদান' নামক আলোচনা অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার সময় তাদের উপর হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসীরা৷ এতে আইন বিভাগের তিন শিক্ষার্থীসহ আহত হয়েছেন সাত শিক্ষার্থী।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন গণতান্ত্রিক ছাত্র জোট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৪ মার্চ) একটি যৌথ বার্তায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমাল্লার বসু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদেকুল ইসলাম সাদিক, বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যলয়ের সংগঠক মাহফুজ সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠক মোঃ সাজিদ- উল- ইসলাম ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠক নায়েম উদ্দিন। 

বিজ্ঞাপন

বিবৃতিতে আরো বলা হয়, শুধু ধর্মীয় আয়োজন নয়, ফ্যাসিবাদী শাসনে নাগরিক জীবনের প্রতিটি আয়োজন বাধার সম্মুখীন হচ্ছে। রমজান মাসে আরেক দফা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে একজন ইসলাম ধর্মাবলম্বী যেমন নির্বিঘ্নে ধর্মীয় আয়োজন পালন করতে পারছেন না, তেমনি ভিন্ন ধর্ম ও মতাবলম্বী প্রতিটি নাগরিকের স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছে৷ নাগরিকের ধর্মীয় স্বাধীনতার প্রশ্নটিও নিছক কোনো একক ধর্মীয় গোষ্ঠীর বিষয় নয়, বরং তা জনগণের সামষ্টিক গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়েরই অংশ। সমস্ত জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, বিশ্ববিদ্যালয়ে নিপীড়নের সংস্কৃতি উৎখাত করতে হবে৷

বিবৃতিতে হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে এবং অবাধ গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণে প্রতিটি হল ও ডিপার্টমেন্টে ছাত্রদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।