কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদনের সময় আরও ৬দিন বাড়ানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৩০ মে) থেকে ৫ জুন পর্যন্ত আবেদনের সময় বর্ধিত করা হয়েছে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা (ট্রান্সজেকশন ফি ছাড়া)। আগামী ২০ জুলাই এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় বুধবার (২৯ মে) দুপুরে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটি এবং টেকনিক্যাল কমিটির এক জরুরি জুম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

সিভাসুর জ্যেষ্ঠ উপ সহকারী পরিচালক (গণযোগাযোগ ও জনসংযোগ) খলিলুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামাল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এবার কৃষিগুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ে আসন ৩ হাজার ৭১৮টি। গত বছরের তুলনায় আসন বেড়েছে ১৭০টি। গত বছর আসন সংখ্যা ছিল ৩ হাজার ৫৪৮টি।