কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল
দেশের কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদনের সময় আরও ৬দিন বাড়ানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৩০ মে) থেকে ৫ জুন পর্যন্ত আবেদনের সময় বর্ধিত করা হয়েছে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা (ট্রান্সজেকশন ফি ছাড়া)। আগামী ২০ জুলাই এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় বুধবার (২৯ মে) দুপুরে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটি এবং টেকনিক্যাল কমিটির এক জরুরি জুম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিভাসুর জ্যেষ্ঠ উপ সহকারী পরিচালক (গণযোগাযোগ ও জনসংযোগ) খলিলুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামাল।
উল্লেখ্য, এবার কৃষিগুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ে আসন ৩ হাজার ৭১৮টি। গত বছরের তুলনায় আসন বেড়েছে ১৭০টি। গত বছর আসন সংখ্যা ছিল ৩ হাজার ৫৪৮টি।