ছাত্রলীগের হামলায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন আহত

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমম্বয়ক মো. মাহিন

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমম্বয়ক মো. মাহিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের হামলায় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. মাহিন আহত হয়েছেন।

সোমবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে তিনি আহত হন।

বিজ্ঞাপন

জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুই দিকে অবস্থান নিয়ে ইট–পাটকেল নিক্ষেপ করছে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা মাস্টার দা সূর্যসেন হল ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান নিয়েছেন। তার কিছুটা দূরে বিজয় একাত্তর হলের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কিছুক্ষণ পরপর এক পক্ষের শিক্ষার্থীরা অপরপক্ষকে ধাওয়া দিচ্ছেন।

বিজ্ঞাপন

এই সংঘাতের সূচনা হয়েছে বিজয় একাত্তর হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রবেশ করা নিয়ে। তাদেরকে বাধা দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে আশপাশের হলের ছাত্রলীগ নেতাকর্মীরা একজোট হয়ে সংঘর্ষে যোগ দিয়েছেন। তারা বিজয় একাত্তর হলে প্রবেশ করে চারটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং হল গেটে প্রবেশ মুখে রিসিপসনের জানালার কাচ ভেঙে ফেলা হয়।