বহিরাগত আনার অভিযোগে ঢাবিতে বাস ভাঙচুর

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বহিরাগত আনার অভিযোগে বাস ভাঙচুর

বহিরাগত আনার অভিযোগে বাস ভাঙচুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত আনার অভিযোগে সময় পরিবহনের একটি বাস ভাঙচুর করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগ সময় পরিবহনের একটি বাসে করে দেশীয় অস্ত্র নিয়ে একদল যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনেছে। তাই বাসটি ভাঙচুর করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেসব বহিরাগতরা লাঠি-সোঁটা নিয়ে অবস্থান করেছেন তাদের চলে যেতে মাইকিং করছে ঢাবি প্রক্টরিয়াল বডি। এদিন বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাকসুদুর রহমানের নেতৃত্বে এই মাইকিং শুরু হয়।

বিজ্ঞাপন

এসময় রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের সমাবেশ থেকে বহিরাগতদের কাছ থেকে শতাধিক লাঠি সোঁঠা জব্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবিষয়ে ঢাবি সহকারী প্রক্টর ড. ফারজানা আহম্মেদ বার্তা২৪.কমকে বলেন, গতকাল ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।