বিজয়ীর বাপের অভাব থাকে না, পরাজয়ীর বাপ থাকে না: রাবি অধ্যাপক

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪,  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব

ছবি: বার্তা২৪, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব

‘তোমরা মনে রাখবা, বিজয়ীর বাপের অভাব থাকে না কিন্তু পরাজয়ীর কোনো বাপ থাকে না’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর একদফা দাবিতে অসহযোগ কর্মসূচি চলাকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকের সামনে এক সমাবেশে অধ্যাপক ড. সালেহ হাসান নকীব এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সালেহ হাসান বলেন, ‘আজকের আন্দোলনে যারা সমবেত হয়েছো, তোমরা সবাই আমার সন্তান। তোমরা সবাই এ প্রজন্মের মুক্তিযোদ্ধা। তোমাদের সাহস, ন্যায়বোধ আমাদের মুগ্ধ করে! তোমরা এদেশের বুড়োদের তুলনায় অনেককিছুতে অগ্রসর! তোমরা আজকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছো! এই বাংলাদেশ আমাদের আগের বাংলাদেশের মতো নয়! এই বাংলাদেশে সুবিচার থাকবে। ন্যায়-বিচার থাকবে। মানুষের অধিকার থাকবে। তোমরা সেই সুবিচারের পক্ষের শক্তি। তোমরা তোমাদের অভীষ্ট লক্ষ্যের যতই কাছাকাছি যাবে, তোমাদের ততই শক্তিশালী, সংযত হতে হবে এবং একইসঙ্গে সতর্ক হতে হবে। কারণ, এই দেশে ধান্দাবাজ শ্রেণির অভাব নেই। উড়ে এসে জুড়ে বসে তোমাদের ন্যায়পরায়ণতার মধ্যে যেন কেউ ভেজাল না ঢোকাতে পারে’!

এর আগে, ঢাকার সঙ্গে সমন্বয় রেখে পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল সাড়ে ১০টা থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকের সামনে জড়ো হতে শুরু করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ (রাবি) নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সব পেশার মানুষ। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন