৭ দফা দাবি নিয়ে উপাচার্যের বাসভবনে বাকৃবি শিক্ষার্থীরা

  • বাকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

৭ দফা দাবি নিয়ে উপাচার্যের বাসভবনে বাকৃবি শিক্ষার্থীরা

৭ দফা দাবি নিয়ে উপাচার্যের বাসভবনে বাকৃবি শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা ৭ দফা দাবি নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত প্রায় ৬০ জন শিক্ষার্থী উপাচার্য বাসভবনের সামনে উপস্থিত হয়।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের মধ্যে থেকে ২০ জনের প্রতিনিধি দল বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমানের সাথে এক আলোচনা সভায় দাবিগুলো জানায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার।

বিজ্ঞাপন

সাধারণ শিক্ষার্থীরা ৭ দফা দাবি নিয়ে বলেন, "ক্যাম্পাসে সকল রাজনীতি নিষিদ্ধ করতে হবে, ক্লাস শুরু হওয়ার ঘোষণা ৭ দিনের মধ্যে দিতে হবে, প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে গঠন করতে হবে, সকল হলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে, যারা আন্দোলন করেছে তাদের কোনো রকম হয়রানি করা যাবে না এবং যারা নিপীড়ন করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে।"

ভারপ্রাপ্ত উপাচার্য ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধি দল এসে তাদের দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক মনে হয়েছে। সকলের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ে খুব শীঘ্রই শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হবে।