শিক্ষার্থীদের অনুরোধে দফতরে ফিরলেন শেকৃবি রেজিস্ট্রার, চড়াও বিএনপিপন্থীরা

  • শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাধারণ শিক্ষার্থীদের অনুরোধে দফতরে ফিরে হেনস্তার শিকার হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) রেজিস্ট্রার শেখ রেজাউল করিম। অফিস কার্যক্রম শুরু করায় বিএনপিপন্থী শিক্ষকরা তার ওপর চড়াও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

রবিরার (১১ আগস্ট) সন্ধ্যায় শেকৃবির রেজিস্ট্রার দফতরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রবিরার বিকেলে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে রেজিস্ট্রার দফতরে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অফিস বন্ধ পেয়ে শিক্ষার্থীরা রেজিস্ট্রার শেখ রেজাউল করিমকে অফিসে আসার জন্য অনুরোধ করেন। তাদের অনুরোধের রেজিস্ট্রার দফতরে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রেজিস্ট্রারকে তার কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। একই সঙ্গে রেজিস্ট্রার দফতরের কাজে কেউ ব্যাঘাত ঘটালে শিক্ষার্থীরা তার পাশে থাকবেন বলে আশ্বাস দেন‌।

তবে শিক্ষার্থীরা চলে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী কয়েকজন শিক্ষক-কর্মকর্তা রেজিস্ট্রারের দফতরে ঢুকেন। তারা রেজিস্ট্রারকে কেনো অফিসে আসলেন, অফিসের তালা কেনো খোলা হলো- এসব বলে শাসাতে থাকেন।

এক পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেজিস্ট্রার দফতরের সামনে অবস্থান নেয়। এরপর শিক্ষার্থীদের তোপের মুখে সেখান থেকে চলে যান বিএনপিপন্থী শিক্ষকরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,  উদ্ভূত পরিস্থিতির কারণে আমি বিশ্ববিদ্যালয়ের বাহিরে ছিলাম। শিক্ষার্থীদের ফোন পেয়ে রেজিস্ট্রার দফতরে যাই। এরপর কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে শিক্ষার্থীদের সহযোগিতায় দফতর থেকে বেরিয়ে আসি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের (বিএনপিপন্থী) সভাপতি ড. আমিনুজ্জামানের সাথে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।