রমেকে সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

সকল প্রকার দলীয় রাজনৈতিক সংগঠনের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে রংপুর মেডিকেল কলেজ (রংপুর)।

সোমবার ( ১২আগস্ট) সাড়ে এগারোটায় রমেক সম্মেলন কক্ষে অধ্যক্ষের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলরের জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডঃ শাহ্ মোঃ সরওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসের সব ছাত্রাবাস, ছাত্রীনিবাসের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম ( ছাত্রলীগ,ছাত্রদল,ছাত্র শিবির,ছাত্রসমাজ,ছাত্র ইউনিয়ন ও অন্যান্য রাজনৈতিক দল) স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।