বরিশালে শিক্ষার্থীদের তোপের মুখে বিএম কলেজ উপাধ্যক্ষের পদত্যাগ

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এএস কাইয়ুম উদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় বরাবর লেখা পদত্যাগপত্রে তিনি স্বাক্ষর করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, উপাধ্যক্ষ প্রফেসর ড. এএস কাইয়ুম উদ্দিন আহমেদ কলেজে ছাত্রলীগের নেতাকর্মীদের পোষেন। বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চলাকালীন তার রুমে ছাত্রলীগ নেতা-কর্মীদের আশ্রয় দিয়েছেন এবং পরে তাদের আন্দোলনে লেলিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বিএম কলেজের প্রভাষক জাহাঙ্গীর কবির বলেন, শিক্ষার্থীরা স্যারের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এনে পদত্যাগ দাবি করেছেন এবং ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। প্রথমে তিনি পদত্যাগে অস্বীকৃতি জানালেও পরে বাধ্য হয়ে পদত্যাগ করেন।

এ বিষয়ে উপাধ্যক্ষ প্রফেসর ড. এএস কাইয়ুম উদ্দিন বলেন, কলেজের কিছু শিক্ষার্থী মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসে হট্টগোল শুরু করে। তারা আমার পদত্যাগ দাবি করে একটি কাগজে স্বাক্ষর করতে বলে। সম্মানের কথা ভেবে সে কাগজে স্বাক্ষর করে দিয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আমাকে অন্যত্র বদলির বিষয়ে অনুরোধ করেছি।

বিজ্ঞাপন