রাবি অধ্যপক সুজন সেনকে সাময়িক অব্যহতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. সুজনকে সাময়িক অব্যহতি দিয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সাময়িক অব্যহতির বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যপক ড. বনি আদম।
তিনি বলেন, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের একাডেমিক কমিটির এক জরুরি সভায় সকল শিক্ষকের সম্মতিক্রমে সহযোগী অধ্যাপক ড. সুজন সেনকে সাময়িক অব্যহতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি। এখন আমরা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক কাজ করব।
এদিকে সকল শিক্ষার্থীর পক্ষ থেকে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের সাথে সাক্ষাৎ করে। এসময় উপাচার্য তাদের অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত সুজন সেনকে বিচারের আওতায় আনবেন বলে আশ্বস্ত করেন।
অযোগ্য শিক্ষক সুজন সেনকে সাময়িক অব্যহতির সিদ্ধান্তে বিভাগকে সাধুবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। তারা বলেন, শুধু অব্যহতি নয় এমন শিক্ষকের অপসারণের দাবিতে অভিযোগের পাশাপাশি সকল প্রকার প্রমাণও আমরা প্রশাসনকে দিয়েছি। আমরা আশা করছি প্রশাসনের পক্ষ থেকে একটা ন্যায্য সিদ্ধান্ত আসবে। প্রশাসন চাইলে আমরা যেকোনো সহযোগিতা করব।
এর আগে, রবিবার(৮ সেপ্টেম্বর) সুজনের চাকরিচ্যুত ও অপসারণের দাবিতে শিক্ষার্থীরা সুজন সেনের কুশপুত্তলিকা দাহ এবং বিভাগের সামনে দলাল, চাটুকার, তেলবাজ, দুর্নীতিবাজ, স্বৈরাচার, শিক্ষার্থী নিপীড়ক সুজন সেনের চাকরিচ্যুত ও অপসারণের দাবিতে ব্যানার টানিয়ে দেয় শিক্ষার্থীরা।