বিএসএফএমএমইউর অধীনে নার্সিং পরীক্ষা শুরু
সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ দশটি নার্সিং কলেজের বিভিন্ন শিক্ষা বর্ষের বিএসসি ইন নার্সিং, বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিং, বিএসসি ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি নার্সিং ও এমএসসি ইন পোস্ট বেসিক নার্সিং এর ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (একুশ নভেম্বর) সকাল দশটা থেকে বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর জানায়, এবারের পরীক্ষায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সিলেট নার্সিং কলেজ, সিলেট উইমেন্স নার্সিং কলেজ, নর্থ ইস্ট নার্সিং কলেজ, পার্কভিউ নার্সিং কলেজ, বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজ, রেডক্রিসেন্ট নার্সিং কলেজ, সুরমা নার্সিং কলেজ ও হোয়াইট পার্ল নার্সিং কলেজ থেকে এক হাজার ৯৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষা চলাকালে বিভিন্ন কলেজের কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা: এ এইচ এম এনায়েত হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা: নাজমুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা: জিয়াউর রহমান চৌধুরী ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিলাল আহমদ চৌধুরী প্রমুখ। এসময় সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা: এ এইচ এম এনায়েত হোসেন।
সুন্দর ভাবে পরীক্ষা শুরু হওয়ায় তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ও সংশ্লিষ্ট কলেজের সকলকে ধন্যবাদ জানান।
এর আগে বুধবার বিভিন্ন নার্সিং কলেজের অধ্যক্ষদের হাতে পরীক্ষার প্রশ্নপত্র ও অন্যান্য সামগ্রী তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা: জিয়াউর রহমান চৌধুরী ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিলাল আহমদ চৌধুরী।