জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বীরপ্রতীক তারামন বিবি হল থেকে প্রথম বর্ষের (৫৩ব্যাচ) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (১৫ ডিসেম্বর) আনুমানিক ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের তারমন বিবি হলের ৭ম তলার ৭০০৫ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে সহপাঠীরা।

বিজ্ঞাপন

নিহত শিক্ষার্থীর নাম তাকিয়া তাসনিম বিভা (১৯)। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বীরপ্রতীক তারামন বিবি হলের আবাসিক শিক্ষার্থী। নিহত তাকিয়ার বাবার নাম আরিফ হোসেন। তার গ্রামের বাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালীতে। তাকিয়া তার বাবা-মায়ের একমাত্র সন্তান।

এ বিষয়ে বীরপ্রতীক তারামন বিবি হলে প্রভোস্ট আবেদা সুলতানা জানান, আমি গতরাতে প্রায় দশটা পর্যন্ত হলে ছিলাম ১৬ ডিসেম্বর ফিস্টের কাজে। আনুমানিক রাত পাঁচটার দিকে আমার কাছে এই তথ্য দেয় মেয়েরা। আমি তাদেরকে মেয়েটিকে উদ্ধার করতে বলি এবং হল সুপারকে বিষয়টি অবগত করি। সেই সাথে মেডিকেল সেন্টারে ফোন দিয়ে ডাক্তারকে সেখানে যেতে বলি। মেয়েরা প্রথমে দরজা ভাঙতে ভয় পাচ্ছিল। একপর্যায়ে কিছু সাহসী মেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। ডাক্তারের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এটি একটি অস্বাভাবিক মৃত্যু। তাই আমরা পুলিশে জানিয়েছি। পুলিশ এসেছে। তার বাড়িতেও জানানো হয়েছে। তার স্থানীয় অভিভাবক তার মামা এসেছে। তার রুমে কিছু ডায়েরি ও মোবাইল সহ কিছু জিনিস পত্র পাওয়া গেছে। পুলিশ সেগুলো দেখছে। সেখানে হয়তো কিছু থাকতে পারে।

পুলিশের ডিউটি অফিসার মাসুদ বলেন, আমরা প্রাথমিকভাবে নিহত শিক্ষার্থীর তথ্য নিয়েছি। প্রত্যক্ষদর্শীদের সাক্ষী ও তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। নিহতের পরিবার এবং হল প্রাধ্যক্ষের অনুমতি সাপেক্ষে তার ময়নাতদন্ত করা হবে। তারা অনুমতি না দিলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।