জবি ছাত্রদলের বিজয় র্যালি
মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কাঠালতলা থেকে র্যালিটি শুরু হয়ে সম্পূর্ণ ক্যাম্পাস ঘুরে বাহাদুরশাহ পার্ক ও লক্ষ্মীবাজার এলাকা দিয়ে পুনরায় আবার বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, দীর্ঘদিন পর আমরা এই ক্যাম্পাসে একত্রে বিজয় দিবস উৎযাপন করছি। ফ্যাসিস্টমুক্ত এই দেশে এটাই আমাদের প্রথম বিজয় দিবস। তাই আজকের এই বিজয় দিবসে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর “সুপার ফাইভ” একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে উৎযাপন করছি ।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তারপর দীর্ঘ ১৫ বছর এই স্বাধীনতাকে কুলণ্ঠিত করে শেখ মুজিব বাহিনী সারা বাংলাদেশে বিশেষ করে প্রতিটি ক্যাম্পাসে রাম রাজত্ব তৈরি করেছিল। ২০২৪ এ এসে সেই স্বৈরাচারী হাসিনাকে পরাজিত করে আমরা আমাদের গণতন্ত্র ফিরে পেয়েছি।
উল্লেখ্য, র্যালিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয ছাত্রদল এর “সুপার ফাইভ” খ্যাত ৫ ছাত্র নেতা একত্রে অংশগ্রহণ করে। র্যালিতে কেন্দ্রীয় ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাজিত, শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, সিনিয়র সহ সভাপতি ইব্রাহীম কবির মিঠু ও সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিনসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।