বেরোবিতে ব্লাড এসোসিয়েশনের আত্মপ্রকাশ ও ব্লাড ক্যাম্পেইনের উদ্বোধন

  • বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রক্ত নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড এসোসিয়েশন (ব্রুবা) কমিটি গঠন। এতে সভাপতি হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার ফেরদৌস স্মরণ ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা।

সোমবার (১৬ ডিসেম্বর) উপদেষ্টাদের অনুমোদনক্রমে আগামী এক বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. তারেকুর রহমান, মো. বাসিরুল ইসলাম রাজ, মো. রুবেল, মো. সাদমান সাকিব, মো. রিমন ব্যাপারী, মো. সামসুল আলম সৃজন যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেরাজ, মো. শেখ আল ওয়াকিম, মো. ইউসুফ আলী পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মো. তারেক হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন মাহাবুব রিয়াদ।

অর্থ বিষয়ক সম্পাদক মো. জিহাদুর রহমান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. শাহেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহিম মুন্তাছির, প্রচার ও প্রকাশনা সহ-সম্পাদক লিটন রায়, দপ্তর সম্পাদক মো. নুরশেদ আলী, সহ-দপ্তর সম্পাদক মো. নিশান বাবু প্রমুখ।

বিজ্ঞাপন

এছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস রহমন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ্-আল-মাহবুব রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহযোগী ডা. মো. জহুরুল হক বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. আব্দুল্লাহ্-আল-সাফী (শুভ)।

এইদিকে নতুন কমিটি মহান বিজয় দিবসে ব্লাড ক্যাম্পেইনের আয়োজন করেন। সকল ভালো কাজকে অভিনন্দন জানিয়ে ব্লাড ক্যাম্পেইন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.শওকাত আলী।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, মানবিক কাজকে প্রাধান্য দিয়ে আমাদের সংগঠনের পথচলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তদান ও মানবসেবায় উদ্বুদ্ধকরণ ও সহযোগিতা করার লক্ষ্যে এই সংগঠনে (ব্রুবা)র পথচলা শুরু। এই লক্ষ্যকেই সামনে রেখে সবাই নিয়ে সংগঠন পরিচালনা করবো ইনশাআল্লাহ।

সভাপতি শাহরিয়ার ফেরদৌস স্মরণ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ব্লাড এসোসিয়েশন (ব্রুবা) একটি স্বেচ্ছায় রক্তদান বিষয়ক সংগঠন । সেই সাথে আরও যোগ করতে চাই রক্তদান কোন তুচ্ছ বিষয় নয় এটি এমন একটি মানবিক কাজ যা একজন মুমূর্ষু রোগীর প্রাণ রক্ষা করতে পারে।

তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ এই ভাবনাকে কেন্দ্র করে আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। সেই সাথে আমাদের কমিটির মূল লক্ষ্য হবে রক্তদান কর্মসূচিকে আরও গতিশীল ও জনমুখী করা।