কুবিতে ফুটবল টুর্নামেন্টে বিশৃঙ্খলার ঘটনায় কমিটির ২ সিদ্ধান্ত

  • কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) 'শহিদ আবদুল কাইয়ুম স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪' এ বিশৃঙ্খলার ঘটনায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই খেলোয়াড়কে শাস্তি এবং অন্যদিকে গণিত ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের খেলায় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি জানা যায়।

বিজ্ঞাপন

নোটিশ থেকে জানা যায়, গত ২০ নভেম্বর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং পদার্থবিজ্ঞান বিভাগের খেলায় 'গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খেলোয়াড় জিসান ও রিফাত সংগঠিত ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করায় এ টুর্নামেন্টে আর অংশগ্রহণ করতে পারবে না।'

আরও জানা যায়, 'গত ২৫ নভেম্বর গণিত বিভাগ এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মধ্যকার খেলায় বিশৃঙ্খলার ঘটনায় গণিত বিভাগের মান্না, আসিফুর রহমান, নাসিফ এবং খেলোয়াড়দের মধ্যে সৌরভ, আলী নূর, ফাহিম এবং আসিফ আক্রমণে সক্রিয় ভূমিকা পালন করায় খেলাটি স্থগিত করা হয় এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগকে বিজয়ী ঘোষণা করা হয়।'

বিজ্ঞাপন

এ ব্যাপারে প্রক্টর ও শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, 'আমরা দুই ঘণ্টা মিটিং করে তদন্ত রিপোর্টের সাপেক্ষে এই সিদ্ধান্ত নিয়েছি।'

উল্লেখ্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং পদার্থবিজ্ঞান বিভাগের মধ্যকার খেলার ঘটনায় বিশৃঙ্খলার প্রেক্ষিতে উভয় বিভাগই প্রক্টর বরাবর লিখিত অভিযোগ প্রদান করে এবং তদন্ত কমিটি গঠন করা হয়। অপরদিকে, গণিত বিভাগ এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মধ্যকার খেলায় বিশৃঙ্খলার ঘটনায় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের দুই শিক্ষার্থী আহত হয়।