জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল, সাধারণ সম্পাদক রিয়াজুল

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত হয়েছেন আসাদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন রিয়াজুল ইসলাম।

শুক্রবার (৩ জানুয়ারি) এই কমিটির ঘোষণা করা হয়। শাখা ছাত্রশিবিরের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এছাড়াও শাখাটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী আব্দুল আলিম আরিফ।

জানা গেছে, নব নিবার্চিত সভাপতি আসাদুল ইসলাম ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। এছাড়াও সেক্রেটারি জেনারেল ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আসাদুল ইসলাম পূর্বে জবি ছাত্রশিবিরের সেক্রেটারির জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন।