১১ দিনের ছুটিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

  • বেরোবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১০ নভেম্বর। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। আর এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে ১১ দিন ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দফতরের কর্মকর্তা আরিফুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ৪ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সকল ধরনের ক্লাস এবং ৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সকল ধরনের পরীক্ষা বন্ধ থাকবে। ১৫ নভেম্বর থেকে যথারীতি ক্লাস চালু হবে।

এদিকে, পরিবহন পুলের কর্মকর্তা আমিনুর রহমান জানান, ৭ নভেম্বর পর্যন্ত অনেক বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকার কারণে স্বল্প পরিসরে বাস চলাচল করবে।

বিজ্ঞাপন