ইবির নতুন প্রেস প্রশাসক ড. মোস্তফা জামাল

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ড. মোস্তফা জামালকে ফুল দিয়ে বরণ করা হয়, ছবি: বার্তা২৪.কম

ড. মোস্তফা জামালকে ফুল দিয়ে বরণ করা হয়, ছবি: বার্তা২৪.কম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রেস প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রিন্টিং প্রেস অফিসে অনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। অধ্যাপক ড. হাবিবুর রহমানের (রহমান হাবিব) স্থলাভিষিক্ত হলেন তিনি।

বিজ্ঞাপন

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী প্রেস প্রশাসককে সংবর্ধনা দেয়ার পাশাপাশি নতুন প্রশাসককে ফুল দিয়ে বরণ করা হয়।

এসময় অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রেসকে আধুনিকায়নের মধ্যে দিয়ে একটি অনন্য জায়গায় নিয়ে যেতে চাই।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেসব গবেষণা (আর্টিকেল) বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে, সেগুলো বই আকারে প্রকাশ করার কথা জানিয়েছে তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যধাপক ড. মাহবুবর রহমানসহ প্রিন্টিং প্রেস অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।