ঢাবিতে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন উদ্বোধন

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাবিতে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন/ছবি: বার্তা২৪.কম

ঢাবিতে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন/ছবি: বার্তা২৪.কম

নারী শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে উদ্বোধন করা হয়েছে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে টিএসএসিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উপস্থিতিতে এটি উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাকসু সদস্য ও স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর অন্যতম উদ্যোক্তা তিলোত্তমা শিকদার ও ডাকসু সদস্য ফরিদা পারভীন।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চিত্রনায়িকা আরিফা পারভীন মৌসুমী, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেন, এর মধ্য দিয়ে নারীর স্বাস্থ্য সুরক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিরাট অগ্রগতি সাধিত হবে বলে আমি বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয় সবকিছুতে পথ দেখায়। এমন একটি ভালো কাজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, ছাত্র-ছাত্রী ভাই বোনদেরকে এবং ডাকসুকে কৃতজ্ঞতা জানাই।

ডাকসুর উদ্যোগে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ দশটি স্পটে স্থাপন করা হয়েছে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। এতে দশ টাকার একটি নোট দিয়ে নারী শিক্ষার্থীরা এ সেবাটি পাবেন।