ক্যাম্পাস ছেড়ে যাওয়ার বেদনাবিধুর স্মৃতিকথন

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

'স্মৃতিকথন' প্রকাশনা উৎসব, ছবি: বার্তা২৪.কম

'স্মৃতিকথন' প্রকাশনা উৎসব, ছবি: বার্তা২৪.কম

'আছি সংগ্রামে আছি বন্ধনে, আছি মোরা ভালোবাসার ঊনপঞ্চাশে' স্লোগান ধারণ করে ক্যাম্পাস থেকে চিরবিদায়ের পথে শিক্ষাজীবন শেষে বৃহত্তর জীবনের দিকে চলে গেলো তারা। রেখে গেলো 'স্মৃতিকথন' নামের স্মরণিকা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের স্মরণিকা 'স্মৃতিকথন'র প্রকাশ ঘটে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে। বিভাগের শিক্ষকমণ্ডলী আর বিদায়ী শিক্ষার্থীদের আনন্দময় উপস্থিতিতে কেক কেটে প্রকাশনার উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারপারসন প্রফেসর ড. আনোয়ারা বেগম, প্রফেসর ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর, প্রফেসর ড. ইয়াহইয়া আখতার, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, প্রফেসর ড. মাহফুজ পারভেজ, প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আক্কাস আহমদ, এজিএম নিয়াজ উদ্দিন, মো. বখতেয়ার উদ্দিন, মো. সেলিমুল হক, মুহাম্মদ ইসহাক প্রমুখ।

স্মৃতিকথন' হাতে বিদায়ী শিক্ষার্থীরা, ছবি: বার্তা২৪.কম

বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের লেখা, স্মৃতিচারণা, কবিতা দিয়ে সাজানো 'স্মৃতিকথন'র সম্পাদক ফাহিম আহমেদ এবং সহ-সম্পাদক মো. জাহিদুল ইসলাম, নূরুল আলম নাঈম, আনোয়ার হোসেন, সঞ্চারী সর্ববিদ্যা কলি।

বিজ্ঞাপন