‘স্বাধীনতা যুদ্ধ শেষ হলেও মুক্তিযুদ্ধ শেষ হয়নি’

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিশ্ব দর্শন দিবস উপলক্ষ্যে  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা

বিশ্ব দর্শন দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, স্বাধীনতা যুদ্ধ বাঙালি জাতির জীবনে খুব বড় একটি ঘটনা। এই স্বাধীনতা যুদ্ধ শেষ হলেও মুক্তিযুদ্ধ শেষ হয়নি। এই যুদ্ধ চলমান। চলতেই থাকবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে ‘বৈশ্বিক সহযোগিতায় দর্শন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দর্শন বিভাগ কর্তৃক আয়োজিত ‘বিশ্ব দর্শন দিবস’ উপলক্ষে মূল বক্তার বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, স্বাধীনতাযুদ্ধ হয় কিছুকাল। সেই যুদ্ধ হয় বাইরের শক্তির সঙ্গে, আধিপত্যবাদী শক্তির সঙ্গে একটা সংকটকালীন সময়ে। তারপর শুরু হয় আসল যুদ্ধ। সেই যুদ্ধ শুরু হয় নিজের সঙ্গে। নিজের খারাপের সঙ্গে। সেই যুদ্ধে আমাদের সংগ্রাম করে টিকে থাকতে হয়। সেইটাকে বলে মুক্তিযুদ্ধ। স্বাধীনতা যুদ্ধ শেষ হলে আমরা স্বাধীন হয়ে যাই, কোন জাতি স্বাধীন হয় কিন্তু মুক্তিযুদ্ধ কোনদিন শেষ হয় না। এই জাতি যতদিন আছে, পৃথিবী যতদিন আছে মুক্তিযুদ্ধ ততদিন চলবে। সুতরাং আমরা সুন্দর জীবন চাই, সুন্দর পরিবেশ চাই, উন্নত ও কাম্য জীবন চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

এর আগে দিবসটি উপলক্ষে বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা আক্তারের নেতৃত্বে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মমতাজউদ্দিন কলাভবনের সামনে থেকে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে একটি আলোচনা সভায় মিলিত হয়। দর্শন বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম নাজিরা রিদার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক, দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক হাসান আজিজুল হক, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দর্শন সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আক্তার আলী।

বিজ্ঞাপন

এছাড়াও অনুুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী, বাংলাদেশের পদার্থ বিজ্ঞানের একমাত্র এমিরিটাস অধ্যাপক ড. অরুণ কুমান বসাক, কলা অনুষদের ডীন অধ্যাপক ফজলুল হক, দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আবু বকরসহ বিভাগের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।