নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন বুধবার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচনে ৩টি প্যানেল রয়েছে, ছবি: বার্তা২৪.কম

নির্বাচনে ৩টি প্যানেল রয়েছে, ছবি: বার্তা২৪.কম

তিন বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে শুরু হবে ভোটগ্রহণ। একটানা দুপুর ২টা পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

জানা যায়, গতবার সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করা হলেও এবার প্রত্যেকটি পদে একাধিক প্রার্থী রয়েছেন। নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশে বিরাজ করছে। সবাই ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।

নির্বাচনে ৩টি প্যানেল রয়েছে। প্যানেলগুলো হলো- ডা. মো. আলমগীর সরকার-ইবনে ওয়াজিদ ইসলাম ইমন পরিষদ। প্যানেলটি থেকে বিভিন্ন পদে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্য দুটি প্যানেল হলো- ডিরেক্টরস অব অ্যাকাউন্টস মো. সাইদুর রহমান-মো. আবদুর রহমান পরিষদ। এ প্যানেল থেকে প্রচার ও দফতর সম্পাদক পদে ইফতেখার হোসাইন (রাজু) নির্বাচন করছেন।

বিজ্ঞাপন

আর সাখাওয়াত হোসেন-মেজবাহ উদ্দিন পলাশ পরিষদের প্যানেল থেকে বিভিন্ন পদে ১১জন প্রার্থী নির্বাচন করছেন।

প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর মো. মমিনুল হক বলেন, ১২৯ জন অফিসারের সংগঠন এটি। এবার মোট ১১টি পদে নির্বাচন হবে। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।