নোবিপ্রবিতে ‘চেতনায় মুক্তিযুদ্ধ’ মঞ্চস্থ

  • নোবিপ্রবি করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নোবিপ্রবিতে ‘চেতনায় মুক্তিযুদ্ধ’ মঞ্চস্থ

নোবিপ্রবিতে ‘চেতনায় মুক্তিযুদ্ধ’ মঞ্চস্থ

একাত্তরের মুক্তিযুদ্ধের সত্য ঘটনাবলী অবলম্বনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে মঞ্চস্থ হলো 'চেতনায় মুক্তিযুদ্ধ'। নোবিপ্রবি থিয়েটারের প্রযোজনায় নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মলয় বিকাশ দেবনাথ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন হয়।

বিজ্ঞাপন

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের প্রধান আফসানা মৌসুমী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।