কয়েক ঘণ্টার ব্যবধানে ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সকালের রেশ কাটতে না কাটতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পার্শ্ববর্তী গাড়ি পার্কিং স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রইস। তিনি বলেন, ‘কে বা কারা এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পড়ে থাকা অবস্থায় একটি গাড়ির নিচে ককটেলটি বিস্ফোরিত হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: মধুর ক্যান্টিনে ফের ককটেল বিস্ফোরণ

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, ‘এমন একটি সংবাদ শুনেছি। আমি দেখতে ঘটনাস্থলে যাচ্ছি।’

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধুর ক্যান্টিনে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। তিনদিনের ব্যবধানে রোববার সকাল ১০টার দিকে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর রেশ কাটতে না কাটতেই আবার আরেকটি ঘটনা ঘটেছে।