কুবির পাঁচ শিক্ষার্থী পাবেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সম্পাদিত

ছবি: সম্পাদিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচজন মেধাবী শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮’র জন্য নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.এমদাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮’র জন্য নির্বাচিত ওই ৫ জন মেধাবী শিক্ষার্থী হলেন; এআইএস বিভাগের শিক্ষার্থী শরীফা আক্তার নিপা, আইসিটি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ কামরুল হাসান, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ধীমান বসু, বাংলা বিভাগের শিক্ষার্থী ঈশিতা ফেরদৌস এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী উম্মুল খায়ের সুমি।

তিনি আরও জানান, দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ১ম স্থান অর্জনকারী ১৭২ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী স্ব-স্ব অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসেবে চূড়ান্তভাবে ওই পদকের জন্য নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন