চবি রাজনীতি বিজ্ঞানের সুবর্ণ জয়ন্তী বৃহস্পতিবার

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চবি রাজনীতি বিজ্ঞানের সুবর্ণ জয়ন্তী

চবি রাজনীতি বিজ্ঞানের সুবর্ণ জয়ন্তী

জনপ্রিয় অনলাইন মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বার্তা২৪.কম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তীর মিডিয়া পার্টনার।

চবি ক্যাম্পাসে ৫ মার্চ (বৃহস্পতিবার) এবং চট্টগ্রাম শহরের বহদ্দারহাটে স্বাধীনতা কমপ্লেক্সে ৬ মার্চ (শুক্রবার) বর্ণাঢ্য ভাবে উদযাপিত হবে সুবর্ণ জয়ন্তী।

বিজ্ঞাপন


উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগ গৌরবময় ৫০ বছর পেরিয়ে এসেছে।

বিজ্ঞাপন

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. আর. আই. চৌধুরীর হাতে গড়া প্রতিষ্ঠান এখন বিদ্যাচর্চার বিশাল ক্ষেত্র।

সুবর্ণ জয়ন্তীতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিভাগের পক্ষে। এতে সেমিনার, আনন্দ মিছিল, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে অংশ নেবেন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীগণ।

সুবর্ণ জয়ন্তী সফল করতে কাজ করছে বিভিন্ন কমিটি। সবাই নানা দায়িত্ব সম্পন্ন করতে ব্যস্ত।
চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সাল।

আয়োজকরা আশা করছেন, সম্মিলিত প্রচেষ্টায় উৎসবের আমেজে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের পদভারে মুখরিত হবে চবি ক্যাম্পাস ও বিভাগ।