বাড়ি ভাড়া মওকুফের দাবি জবি শিক্ষার্থীদের

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনা আতঙ্কে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। বন্ধ রয়েছে সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। এই দুর্যোগের মুহূর্তে বাড়ি ভাড়া মওকুফের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় দেশের এই সংকটময় মুহূর্তে বিপাকে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। আবাসিক হল না থাকায় মেসে থেকে পড়ালেখা চালাতে হয় তাদের। টিউশনের টাকা দিয়ে যাদের সমস্ত খরচ চলে, তাও বন্ধ হয়ে গেছে। এই অন্তিম পরিস্থিতিতেও মওকুফ করা হচ্ছেনা বাড়ি ভাড়া।

বিজ্ঞাপন

সম্প্রতি জবি শিক্ষার্থীদের নিয়ে 'বাড়ি ভাড়া মওকুফে জবিয়ানদের অভিমত' নামে একটি গ্রুপ খোলা হলে সেখানে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন অভিমত জানান।

জবি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. আলামিন বলেন, হয় প্রশাসন মালিক পক্ষের সাথে নেগোশিয়েট করে বাড়ি ভাড়া মওকুফ করা হোক, অন্যথায় আমাদের ভর্তুকি দেয়ার ব্যবস্থা করুক। এই অবস্থায় বাসা ভাড়া দেওয়া শুধু কষ্টসাধ্যই নয় অসম্ভবও বটে। টিউশনগুলো থেকে এক মাসের টাকা পরের মাসের ১৫ তারিখ এ পাওয়া যায়, সেক্ষেত্রে বেতন আশা করাটাও এখন বিলাসিতা।

বিজ্ঞাপন

আরেক শিক্ষার্থী আবু সালেহ আফফান তৌফি বলেন, বাড়ি ভাড়া মওকুফ করা হোক, অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের ভর্তুকি দিতে হবে যেহেতু তারা আমাদের হল সুবিধা দিতে পারছে না।

ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মারুফা মিম বলেন, বাড়ি ভাড়া মওকুফের দাবি অবশ্যই যৌক্তিক। এই অবস্থায় কোনোভাবেই ভাড়া দেয়া আমাদের পক্ষে সম্ভব না।