প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিবেন জাবি কর্মকর্তারা

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রভাবে দেশের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মকর্তারা।

শনিবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি আবু হাসান বার্তা২৪.কম-কে এ তথ্য জানান। বিশ্ববিদ্যালয়ের ৩৩৯ জন কর্মকর্তা তাদের একদিনের বেতনের অর্থ এ তহবিলে প্রদান করবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আবু হাসান বলেন, ‘করোনাভাইরাসের কারণে দেশের সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহ বন্ধ রয়েছে। এর ফলে দেশের হতদরিদ্র খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর বিপুল সংখ্যাক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের খাদ্য নিরাপত্তার জন্য সরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ অবস্থায় আমরা সচেতন মানুষ হিসেবে এসব প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীতা অনুভব করছি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির এক মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে কমিটির সকল সদস্যের মতামত ছাড়াও সব অফিসের প্রধানের মতামত নেওয়া হয়েছে। এছাড়া কর্মকর্তাদের আগ্রহের প্রেক্ষিতে আমরা এমন সিদ্ধান্ত নিতে পেরেছি। এই তহবিলে বিশ্ববিদ্যালয়ের মোট ৩৩৯ জন কর্মকর্তা তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দিবেন।’

বিজ্ঞাপন