বেরোবির প্রধান ফটকের নিম্নমানের নকশা বাতিল

  • বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নকশা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নকশা

শিক্ষার্থীদের ব্যাপক সমালোচনার মুখে দু’দিনের মাথায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নিম্নমানের নকশা বাতিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১২টায় নকশা বাতিলের বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান।

বিজ্ঞাপন

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণের জন্য আহ্বান করা টেন্ডার মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের নির্দেশে বাতিল করা হয়েছে। আগ্রহীদের কাছে নতুন নকশা আহবান করে সেগুলোর মধ্যে বাছাই কমিটির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে গেট নির্মাণের কাজ শুরু করা হবে।

এছাড়াও গেট নির্মাণ সংক্রান্ত বিস্তারিত বিষয়াদি বুধবার (২৯ জুলাই) নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

জানা যায়, গত ২৬ জুলাই (রোববার) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের একটি নকশা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর কিছুক্ষণ পর নকশার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিম্নমানের ফটক নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। নিম্নমানের নকশা বাতিল করে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় ফটক নির্মাণের দাবি জানান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ৩২ ফিট উঁচু ও ৫১ ফিট প্রশস্ত প্রধান ফটকটি নির্মাণের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৯০ লাখ টাকা।