‘মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি বিকাশে মদন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নেত্রকোনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

নেত্রকোনায় অ্যাডভোকেট মো. জসীম উদ্দিন রচিত ‘মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি বিকাশে মদন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুর টি আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

বিজ্ঞাপন

জাহাঙ্গীরপুর টি আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা জেবুন্নাহারের সভাপতিত্বে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিত্যানন্দ পাল।

অনুষ্ঠানে বক্তব্য দেন- গ্রন্থের লেখক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সাবেক পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক, জেলা পরিষদ সদস্য আয়েশা আক্তার, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, অ্যাডভোকেট সাজ্জাদুল হক শিহাব, মুক্তিযোদ্ধা কাজী শাহজাহান, গোলাম মোস্তফা, গাজী ফেরদৌস মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।