নড়াইলে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নড়াইল, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নড়াইলে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ছবি: বার্তা২৪

নড়াইলে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ছবি: বার্তা২৪

নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনালে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ, বিশেষ মোনাজাত ও আলোচনাসভা।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/10/1547092380700.gif

এসব কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহমেদ, যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ, নারীনেত্রী অর্পনা দাস, আঞ্জুমান আরা, জেলা পরিষদের সদস্য নাজনিন সুলতানা রোজিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন