প্রকাশ্যে মাদকসেবন, ৪ জনের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ায় প্রকাশ্যে মাদকসেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত/ ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় প্রকাশ্যে মাদকসেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত/ ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীকে প্রকাশ্যে মাদকসেবনের অপরাধে কারাদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকালে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মশান বাজারে অভিযান চালিয়ে মাদকসেবনরত অবস্থায় চার জনকে আটক করেন।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের মৃত খোকন প্রামানিকের ছেলে আব্দুল হালিম প্রামানিক (৪২), মৃত আমির মুন্সীর ছেলে আশা মুন্সী (২৫), কুদ্দুস শাহ’র ছেলে রনি শাহ (৩০) ও বলিদাপাড়া গ্রামের মঞ্জিলের ছেলে বাবু (৩০)।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও এস এম জামাল আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ অনুচ্ছেদের ২১ ধারায় তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

এ সময়ে মিরপুর থানার এস আই মুন্সী মাফিজুর রহমান, এএসআই সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।