শ্যামনগরে পাউবোর বেড়িবাঁধে ভাঙন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সাতক্ষীরা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ফলে এলাকাবসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরের জোয়ারে হঠাৎ মথুরাপুর গ্রামে হরিদাস কর্মকারের বাড়ির সামনের ১৫০ ফুট বাঁধ ভেঙে চুনকুড়ি নদীতে বিলিন হতে থাকে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল বলেন, `পাউবো কর্তৃপক্ষকে বারবার তাগাদা দেওয়ার পরও কোনো অগ্রগতি হয়নি। যে কোনো মুহূর্তে বাঁধটি নদীতে বিলীন হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। ফলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।‘

খবর পেয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলী আবুল খায়ের এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় পাউবো কর্তৃপক্ষকে ভাঙনকৃত স্থানের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন