সাতক্ষীরার তালায় নতুন ঘর পেল ৭৪৯টি পরিবার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সাতক্ষীরা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

সাতক্ষীরার তালা উপজেলার ৭৪৯টি পরিবারকে নতুন ঘরের চাবি দেওয়া হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে সরুলিয়া ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের ঘরের ফিতাকেটে এর উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান, বিশ্বাস আতিয়ার রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

এদিকে, নতুন ঘরের চাবি পেয়ে উচ্ছসিত ৭৪৯টি গৃহহীন পরিবারের মানুষ। ‘জমি আছে ঘর নাই’ প্রকল্প-২ এর আওতায় তালা উপজেলায় এসব ঘর করে দেওয়া হয়।