পাসপোর্ট অফিস থেকে ৪ রোহিঙ্গা নারীসহ আটক ৫
কুড়িগ্রামের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ৪ রোহিঙ্গাসহ ৫ নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা নারীরা হলেন- আলেয়া (১৮), নুরী (১৮), ফাতেমা (২২), মীম (১৮)। বাকি একজন বাংলাদেশি নারীর পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে কুড়িগ্রামের আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মোত্তালেব সরকার বলেন, ‘কয়েকজন নারী আমাদের কাছে পাসপোর্ট করতে আসলে সন্দেহ হয়। তখন আমরা সদর থানা পুলিশকে বিষয়টি জানাই। পরে পুলিশ ওই নারীদের আটক করে থানায় নিয়ে যায়।’
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির জানান, আটকদের সহায়ক হিসেবে একজন বাংলাদেশি নারীকেও আটক করা হয়েছে। রোহিঙ্গাদের পাচারের সঙ্গে কারা জড়িত তা উদঘাটন করার জন্য ওই বাংলাদেশি নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।