ড্রেজারের বালুতে প্রাণ গেল শিশুর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খেলতে গিয়ে বালি চাপা পড়ে তানিয়া আক্তার সিফা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর অসুস্থ হয় শারিকা (৭) নামের আরেক শিশু।

বৃহস্পতিবার ( ১৬ মে) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার সাড়পাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিফার ওই গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে।

বিজ্ঞাপন

উপজেলার নারায়নপুর ইউনিয়নের সাড়পাড় গ্রামে মিয়া মামুন নামের এক ব্যক্তির জমি ড্রেজারের মাধ্যমে বালু ভরাট করছিলেন ঠিকাদার রফিক মিয়া। ঘটনার বিকালে ওই দুই শিশু ড্রেজারের পানিতে সৃষ্ট গর্তে খেলতে নামে। খেলার এক পর্যায়ে বালিরস্তর ভেঙে তাদের ওপর পড়ে। এতে শিশু সেফা বালি চাপা পড়লে তাকে বাঁচাতে শারিকা এগিয়ে গেলে সেও বালি চাপা পড়ে।

ঘটনার ওই সময়ে স্থানীয় কয়েকজন দৌঁড়ে এসে শারিকাকে গুরুতর অসুস্থ অবস্থায় জীবিত উদ্ধার করতে পারলেও বাঁচানো যায়নি সিফাকে।

বিজ্ঞাপন