গুদামে ধান দিতে উপজেলা চেয়ারম্যানের মাইকিং

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপর
  • |
  • Font increase
  • Font Decrease

কৃষকদের উদ্দেশে মাইকিং করছেন কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির/ ছবি: বার্তা২৪.কম

কৃষকদের উদ্দেশে মাইকিং করছেন কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির/ ছবি: বার্তা২৪.কম

সরকার নির্ধারিত মূল্যে খাদ্য গুদামে কৃষকরা সরাসরি ধান বিক্রি করতে আহ্বান জানিয়ে মাইকিং করেছেন চাঁদপুরের কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির। উপজেলা চেয়ারম্যানের এমন ব্যতিক্রমী প্রচারণাকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ কৃষকসহ সচেতন মানুষ।

শুক্রবার (২৪ মে) দুপুরে কচুয়া উপজেলার রহিমানগর বাজারসহ ও বিভিন্ন এলাকায় নিজের গাড়ির উপর সাউন্ড বক্স লাগিয়ে সাধারণ কৃষকদের উদ্দেশে মাইকিং করেন শাহজাহান শিশির।

বিজ্ঞাপন

মাইকিংকালে তিনি বলেন, ‘খাদ্য গুদামে নিজেরা সরাসরি সরকারি ন্যায্য মূল্যে ধান দিন। দালালদের যেকোনো প্রতারণা থেকে নিজেদের মুক্ত রাখুন।’

তিনি বলেন, ‘সরকার কৃষকদের কাছ থেকে প্রতি মণ ধান এক হজার ৪০ টাকা মূল্যে ক্রয় করছেন। কচুয়া খাদ্য গুদামে উল্লেখিত মূল্যে ধান সংগ্রহের কার্যক্রম হিসেবে প্রত্যেক কৃষক সর্বনিম্ন তিন মণ ও সর্বোচ্চ সাড়ে ২৭ মণ (এক টন) ধান বিক্রি করতে পারবেন।’

বিজ্ঞাপন

‘কোনো দালালদের মাধ্যমে প্রতারিত না হয়ে সরাসরি যাদের কৃষি কার্ড রয়েছে, আপনারা ঐ খাদ্য গুদামে ধান নিয়ে বিক্রি করেন।’

উল্লেখ্য, এ বছর কচুয়া উপজেলা খাদ্য গুদামে প্রায় ৫২ হাজার কার্ডধারী কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি অধিদফতর।