কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিরল বনরুই উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় উদ্ধার হওয়া বিরল প্রজাতির বনরুই, ছবি: বার্তা২৪

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় উদ্ধার হওয়া বিরল প্রজাতির বনরুই, ছবি: বার্তা২৪

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকা থেকে বিরল প্রজাতির একটি বনরুই উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ মে) বিকালে বনরুইটি উপজেলা বন বিভাগে পাঠানো হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ মে) রাতে একটি প্রতারক চক্র বনরুইটি বেশি দামে বিক্রির উদ্দেশে ভারতের আসাম রাজ্য থেকে নিয়ে বাংলাদেশের কুড়িগ্রামে আনে। পরে চক্রটি ওই এলাকার কাশিমবাজার ছনবান্দা গ্রামের মৃত মনছের আলীর ছেলে আব্দুর রশিদের বাড়ির একটি ঘরে বনরুইটি পাচারের উদ্দেশে বস্তাবন্দী করে লুকিয়ে রাখে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ইউপি সদস্য রাজু আহম্মেদ জানান, প্রাণীটি একই ইউনিয়নের খুটামার গ্রামের আব্দুর রহিম, আব্দুল করিম, মোখলেছুর রহমানসহ ৫/৬ জন মিলে ভারতের আসাম থেকে নিয়ে আসে। তারা আব্দুর রশিদের মাধ্যমে বিক্রির উদ্দেশে বাড়িতে রাখে।

উপজেলা বন কর্মকর্তা সাদিকুর রহমান শাহীন ও কচাকাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) ফারুক খলিল বার্তা২৪.কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বনরুইটি উদ্ধার করে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন