বসতঘরে আগুনে পুড়ে মরল বৃদ্ধা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

চাঁদপুরে আগুনে পুড়ে গেছে তিনটি বসত ঘর, ছবি: বার্তা২৪

চাঁদপুরে আগুনে পুড়ে গেছে তিনটি বসত ঘর, ছবি: বার্তা২৪

চাঁদপুরে আগুনে পুড়ে গেছে তিনটি বসত ঘর। ঘর থেকে মালামাল আনতে গিয়ে বসতঘরে পুড়ে মারা গেছেন মিলন বেগম (৫৫) নামের এক বৃদ্ধা। রোববার (২৬ মে) রাতে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন বেগম ওই বাড়ির মো. মোস্তফা মুন্সীর স্ত্রী।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তে আগুন পাশ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মতলব দক্ষিণের ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোস্তফা মুন্সী জানান, তার স্ত্রী ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র উদ্ধার করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে মারা যান। এছাড়া তার ২টি বসত ঘর, একটি রান্না ঘরসহ মোট ৩টি ঘর পুড়ে ছাই হয়েছে। আগুনে প্রায় ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে নিহত মিলন বেগমের লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।