আশুগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) ভোররাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নুনাপাড়া এলাকার হাবিবুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন, জামাল ও শরিফ। তবে তাদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনায় হাবিবুর রহমানসহ তার পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোররাতে একদল ডাকাত হাবিবুর রহমানের বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে হাবিবুর রহমানের মেয়ে রুবিনা বেগমের ওপর হামলা চালায়। রুবিনার চিৎকারে হাবিবুর রহমান, তার ছেলে সানাউল্লাহ মিয়া ও ছেলের বৌ প্রিতি বেগম দৌড়ে এগিয়ে আসেন। পরে ডাকাতরা তাদের এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বাড়ি ঘেরাও করে।
এ সময় অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও দুই ডাকাতকে ধরে ফেলেন এলাকাবাসী। পরে তাদের গণপিটুনি দেয়া হলে ঘটনাস্থলেই তারা মারা যায়।
আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শ্রীবাস চন্দ্র দুই ডাকাত নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।